কিভাবে নিজেই কম্পিউটারে এক্সপার্ট হওয়া যায় computer learning in bengali language পার্ট-২

2.jpg

আসসালামু আলাইকুম, আজ দ্বিতীয় আর্কিটিকেলে আমরা জানবো কম্পিউটার শেখা শুরু কিভাবে করা যায় বা computer learning in bengali language কিভাবে ঘরে বসে কম্পিউটার শিখবো তার সহজ নিয়ম বা উপায় সমূহ। চলুন এই ব্যাপারে আমরা আগের পোস্টে যা জেনেছি এখন নিচে এক এক করে বাকী অংশ জেনে নেই।

২. Computer টিউটোরিয়াল পিডিএফ (PDF) দ্বারাঃ-
অনলাইন ভিডিও দেখে যেরকম আপনারা কম্পিউটারের বেপারে শিখে নিতে পারবেন, ঠিক সেভাবেই বিভিন্য ইবুক ফাইল ডাউনলোড কোরে আপনারা ঘরে বসেই computer শিখতে পারবেন।
আসলে, pdf হলো এমন কিছু ফাইল, যেখানে যেকোনো জিনিস, বিষয় বা টপিকের বিষয়ে টেক্সট (text) এবং ছবি ব্যবহার কোরে লেখা হয়।
এবং, তারপর এই PDF FILE গুলি ইন্টারনেটে আপলোড করে দেয়া হয় যাতে লোকেরা ডাউনলোড কোরে সেগুলিতে লেখা বিষয় গুলি পোড়ে জ্ঞান নিতে পারেন।
এক্ষেত্রে, আপনারা ইন্টারনেটে “কম্পিউটার কোর্স“ এবং কম্পিউটার এর সাথে জড়িত অনেক টিউটোরিয়াল পিডিএফ file গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন।

সেগুলি, মোবাইলে ডাউনলোড করে, computer basic থেকে advanced কোর্স মোবাইলে পড়ে শিখতে পারবেন।
কিছু, কম্পিউটারের শিক্ষা পাওয়ার পিডিএফ ফাইল –
• VFU.bg Basic computer tutorial
• Just.edu.jo computer basic pdf
computer learning in bengali language

৩. Online computer learning websites (Online courses)
আজকাল ইন্টারনেটের যুগ এবং এই ইন্টারনেটের যুগে আমরা প্রায় সব কিছু অনলাইন কোর্স হিসেবে শিখে নিতে পারি।
Google search engine এ একবার “online computer course” বলে লিখে সার্চ কোরেই দেখুন। আপনি, অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন। যেগুলি আপনাকে ফ্রীতেই অনলাইনে কম্পিউটার বেসিক কোর্স থেকে অ্যাডভান্স কোর্স সবটাই শিখিয়ে দিবেন।
সোজা বাংলায় বললে, আপনারা ইন্টারনেটে কিছু অনলাইন ওয়েবসাইটের ব্যবহার কোরে কম্পিউটার শিখে নিতে পারবেন।
এবং, কিছু কিছু ওয়েবসাইট তো আপনার পরীক্ষা নিয়ে আপনাকে সার্টিফিকেট (certificate) দেয়ার কোথাও বলেছে।
তাই, আপনি যদি কম্পিউটারের ব্যাপারে কিছুই জানেন না এবং বেসিক কম্পিউটার নলেজ (basic computer knowledge) নিয়ে নিতে চান, তাহলে এসব অনলাইন ওয়েবসাইটের দ্বারা ভালো কোরে কোনো খরচ ছাড়াই কম্পিউটার এর বেপারে শিখে নিতে পারবেন।
কিছু অনলাইন কম্পিউটার শেখার ওয়েবসাইট এর নাম –
• GCF Global
• Tutorialspoint.com

৪. Apps ব্যবহার কোরে কম্পিউটার কিভাবে শিখবেনঃ-
হে, আজকাল এমন অনেক এন্ড্রয়েড এপ্লিকেশন (android application) Google play store এ ফ্রীতেই পেয়ে যাবেন। যেগুলি মোবাইল ব্যবহার করে আপনারা কম্পিউটারের শিক্ষা নিয়ে নিতে পারবেন।
এই এপস গুলি ব্যবহার করে “basic computer knowledge” নিয়ে নেয়াটা অনেক সহজ।
কিছু, computer learning bangla apps –
• কম্পিউটার এর শিক্ষা
• Computer training in bangla
• কম্পিউটার শিক্ষা

এগুলি ছাড়া প্লে স্টোরে আরো অনেক বাংলা টিউটোরিয়াল এপস আপনারা পেয়ে যাবেন।
আমাদের শেষ কথা,
তাহলে বন্ধুরা, ওপরে আমি যেগুলি উপায় বললাম। সেগুলি ব্যবহার কোরে আপনারা নিজে নিজেই ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে শিখে নিতে পারবেন। সাধারণ নলেজ এবং বেসিক (basic) শেখার জন্য এই মাধ্যম গুলি সেরা।
তাছাড়া, আপনারা যদি চান তাহলে আমাদের সারা দেশে যে শাখা সমূহ আছে সেখান থেকে computer class join করে কিছু দিনের মধ্যেই computer এর training নিয়ে নিতে পারবেন। Computer institution বা class join করে শিখলে, আপনি অনেক জলদি এবং অনেক কিছুই ভালো ভাবে শিখে নিতে পারবেন। কারণ, সেখানে সবটাই আপনাকে প্রাক্টিকেলে (practical) করে দেখানো হবে।

আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
error: Content is protected !!