মাইক্রোসফট ওয়ার্ড (Microsoft Word MCQ Question) সংক্রান্ত মডেল প্রশ্ন ও সমাধান পর্ব-২

unnamed-copy.png

১. অ্যাবাকাস কি ধরনের যন্ত্র ?
ক) নুরি ও পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র
গ) পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
ঘ) লোহার তৈরি গণনাকারী যন্ত্র
উত্তর : খ)

২. Computer শব্দের অর্থ কী ?
ক) হিসাব করা
খ) বর্ণনা করা
গ) গণনা কার
ঘ) কোনটিই নয়
উত্তর : গ) গণনা করা ।

৩. সামরিক রণকৌশল নির্ণয়, আবহাওয়ার পূর্বভাস, তেল গ্যাস অনুসন্ধান প্রভৃতি কাজে ব্যবহৃত হয় ?

ক) সুপার কম্পিউটার
খ) মেইনফ্রেম কম্পিউটার
গ) মিনি কম্পিউটার
ঘ) মাইক্রো কম্পিউটার
উত্তর : ক) সুপার কম্পিউটার

৪. কম্পিউটারের জনক কে ?
ক) চার্লস ওয়ার্ড
খ) হার্ডওয়ার্ড
গ) হার্ডওয়ার্ড একিন
ঘ) চার্লস ব্যাবেজ
উত্তর : ঘ) সুপার কম্পিউটার



৫. নেপিয়ার কোন দেশের বিজ্ঞানী ?

ক) নেদারল্যান্ড
খ) স্কটল্যান্ড
গ) জার্মানি
ঘ) ইংল্যান্ড

উত্তর : খ) স্কটল্যান্ড

৬. অ্যাবাকাস কী ধরনের যন্ত্র ?
ক) নুড়ি ও পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র
গ) পাথরের তৈরি গণনাকারী যন্ত্র
ঘ) লোহার তৈরি গণনাকারী যন্ত্র

উত্তর : খ) কাঠের তৈরি গণনাকারী যন্ত্র

৭. কত সালে বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ?
ক) 1992 সালে
খ) 1993 সালে
গ) 1964 সালে
ঘ) 1971 সালে

উত্তর : গ) 1964 সালে ।

৮. ৩য় প্রজন্মমের কম্পিউটারের বৈশিষ্ট ?
ক) ভ্যাকুয়াম টিউব
খ) ট্রানজিস্টর
গ) IC
ঘ) রিলে

উত্তর : গ) IC .

৯. CPU হলো ?
ক) Central Processing Unit .
খ) Control Processing Unit .
গ) Capacity Processing Unit .
ঘ) Computer Processing Unit .

উত্তর : ক) Central Processing Unit .

১০. সি.পি. ইউ এর প্রধান অংশ নয় কোনটি ?
ক) মেমরি
খ) নিয়ন্ত্রন ইউনিট
গ) অপারেটিং সিস্টেম
ঘ) গাণিতিক যুক্তি ইউনিট

উত্তর : গ) অপারেটিং সিস্টেম

১১. নিচের কোনটি RAM এর বৈশিষ্ট ?
ক) Read Only Memory
খ) শুধুমাত্র ডাটা পড়া য়ায়
গ) বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে য়ায়
ঘ) নির্মানের সময় এতে ডাটা মুছে দেয়া হয়

উত্তর : গ) বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে য়ায়

১২. কোনটি স্টোরেজ ডিভাইজ ?
ক) কী-বোর্ড
খ) স্ক্যানার
গ) প্রিন্টার
ঘ) হার্ডডিস্ক

উত্তর : ঘ) হার্ডডিস্ক

১৩. পেনড্রাইভ হলো একটি —— ডিভাইস ?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) ইনপুট – আউটপুট
ঘ) কোনটিই নয়

উত্তর : গ) ইনপুট – আউটপুট

১৪. নিচের কোনটি ফার্মওয়্যার ?

ক) ROM
খ) BIOS
গ) Processor
ঘ) CMOS

উত্তর : ক) ROM

১৫. মেমরি প্রধানত কত প্রকার ?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫ প্রকার

উত্তর : ক) ২ প্রকার

১৬. র‌্যাম (RAM) একটি —– মেমরি ?
ক) অস্থায়ী মেমরি
খ) স্থায়ী মেমরি
গ) প্রাইমারি মেমরি
ঘ) সেকেন্ডারী মেমরি

উত্তর : ক) অস্থায়ী মেমরি

১৭. ALU এর পূর্ণঅর্থ কি ?
ক) Adding Logic Unit
খ) Application Software
গ) Algorithm Logic
ঘ) Arrhitic Logic Unit

উত্তর : ঘ) Arrhitic Logic Unit

১৮. ইনপুট ডিভাইস নয় কোনটি ?
ক) স্পিকার
খ) কী-বোর্ড
গ) মাইক্রোফোন
ঘ) স্ক্যানার

উত্তর : ক) স্পিকার

১৯. প্রিন্টার একটি ——- ?
ক) ইনপুট ডিভাইস
খ) আউটপুট ডিভাইস
গ) আই/ও ডিভাইস
ঘ) ফার্মওয়ার

উত্তর : খ) আউটপুট ডিভাইস

২০. নিচোর কোনটি সহায়ক মেমরি ?
ক) Floopy Disk
খ) Hard Disk
গ) CD- ROM
ঘ) Cache

উত্তর : ঘ) Cache

২১. কোনটি Optical Device ?
ক) CD
খ) Pen Drive
গ) FDD
ঘ) HDD

উত্তর : ক) CD

২২. HDD হলো ?
ক) Hard drive Disk
খ) Hard Disk Drive
গ) Heander disk Drive
ঘ) Heander

উত্তর : খ) Hard Disk Drive

২৩. মাউস, কী-বোর্ড ইত্যাদি সেটিং করা য়ায় কোন জায়গা থেকে ?
ক) নেটওয়ার্ক
খ) টুলবার
গ) কন্টোল-প্যানেল
ঘ) হেলপ

উত্তর : গ) কন্টোল-প্যানেল

২৪. ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা কত ?
ক) 1.44 MB
খ) 1 MB
গ) 1.44 GB
ঘ) 1.44 KB

উত্তর : ক) 1.44 MB

২৫. বর্তমানে CPU এ- Microprocessor হিসেবে কোন Drive টি বিদ্যমান ?
ক) Pentum XX
খ) 8088
গ) 4040
ঘ) 8321

উত্তর : খ) 8088

২৬. নিচের কোনটি সহায়ক মেমরি ?
ক) RAM
খ) ROM
গ) HDD
ঘ) কোনটিই নয়

উত্তর : গ) HDD

২৭. OMR শব্দের পূর্ণরুপ কি ?
ক) Optical Marge Read
খ) Optical Mark Reader
গ) Optical Mark Read
ঘ) Optical Mark Reader

উত্তর : খ) Optical Mark Reader

২৮. MICR একটি ——–?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) ইনপুট ও আউটপুট
ঘ) মেমরি ডিভাইস

উত্তর : ক) ইনপুট

২৯. মাউস একপ্রকার ———-?
ক) ইনপুট
খ) আউটপুট
গ) ইনপুট ও আউটপুট
ঘ) Pointer

উত্তর : ক) ইনপুট

৩০. এমএস ওয়ার্ড হলো — ?
ক) ডাটা প্রসেসর
খ) মেইল মার্জিং প্যাকেজ
গ) ওয়ার্ড প্রসেসর
ঘ) স্পেডশিট

উত্তর : গ) ওয়ার্ড প্রসেসর

৩১. প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি ?
ক) Ctrl + P
খ) Ctrl + N
গ) Ctrl + W
ঘ) Ctrl + E

উত্তর : ক) Ctrl + P

৩২. এমএস ওয়ার্ড-এ টেষ্ট অ্যালইনমেন্ট কত প্রকার ?
ক) ২ প্রকার
খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার
ঘ) ৫প্রকার

উত্তর : গ) ৪ প্রকার

৩৩. এমএস ওয়ার্ড-এ File- এর Extension Name হলো ?
ক) .exl
খ) .dbs
গ) .doc
ঘ) .ms

উত্তর : গ) .doc

৩৪. নতুন ডকুমেন্ট তৈরির কমান্ট কোনটি ?
ক) Ctrl + M
খ) Ctrl + P
গ) Ctrl + N
ঘ) Ctrl + Alt + N

উত্তর : গ) Ctrl + N

৩৫. ফাইল সেভ করার কমান্ড কোনটি ?
ক) Ctrl + N
খ) Ctrl + W
গ) Ctrl + S
ঘ) Ctrl + Alt + P

উত্তর : গ) Ctrl + S

৩৬. ডকুমেন্টর ব্লক করা অংশ কেটে অন্যত্র পেস্ট করার জন্য কী-বোর্ড কমান্ড কী ?
ক) Ctrl + V, Ctrl + X
খ) Ctrl + V
গ) Ctrl + X, Ctrl + V
ঘ) Ctrl + Z

উত্তর : গ) Ctrl + X, Ctrl + V

৩৭. Undo করার কী-বোর্ড কমান্ড কী ?
ক) Ctrl + Z, Ctrl + Y
খ) Ctrl + Y
গ) Ctrl + X, Ctrl + V
ঘ) Ctrl + Z

উত্তর : ঘ) Ctrl + Z

৩৮. Copy করার কী-বোর্ড কমান্ড কী ?
ক) Ctrl + X
খ) Ctrl + C
গ) Ctrl + V
ঘ) Ctrl + Z

উত্তর : খ) Ctrl + C

৩৯. বিজয় চালু করতে চাপতে হয় ——?
ক) Ctrl + Shift + B
খ) Ctrl + Alt + B
গ) Ctrl + Alt + A
ঘ) Ctrl + B

উত্তর : খ) Ctrl + Alt + B


৪০. Page break -এর কী-বোর্ড কমান্ড কী ?
ক) Ctrl + Delete
খ) Ctrl + End
গ) Ctrl + Enter
ঘ) Ctrl + Home

উত্তর : গ) Ctrl + Enter

৪১. MS Word- এ Copy Paste করতে শর্টকার্ড কী – ?
ক) Ctrl + C
খ) Ctrl + V
গ) উভয়টি
ঘ) কোনটিই নয়

উত্তর : গ) উভয়টি

৪২. Line Spacing 1.5 এর কী-বোর্ড কমান্ড কী ?
ক) Shift + Ctrl + 2
খ) Ctrl + 1.5
গ) Ctrl + 1
ঘ) Alt + 1

উত্তর : খ) Ctrl + 1.5

৪৩. SAVE ও ‍SAVE AS এর পার্থক্য কী ?

অথবা ,SAVE ও SAVE AS এর মাঝে ১ টি পার্থক্য লেখ?

উত্তর:কোনো ডুকুমেন্ট তৈরি করার পর সেটিকে প্রথম বারের মতো সেভ করতে চাইলে Save ব্যবহার করা হয়। আর পূর্বের কোনো ডকুমেন্ট এ নতুন কোনো অবজেক্ট সংযোগ করার প্রয়োজন হলে তখন Save as ব্যবহার করা হয়।

৪৪. Merge Cells বলতে কী বুঝায়?

Merge Cells এর কাজ কী?

উত্তর:একাধিক সেল একেত্তিত করাকে Merge Call বলা হয়।

৪৫. ইংরেজি শব্দের প্রতিশব্দ কিভাবে বের করতে হয় লেখ?

উত্তর:Tools menu>Spelling and Grammar >spelling and ,Grammar Dial Box হতে Suggestion এ প্রতিশব্দ দেখা যাবে ।

৪৬. MS -Word এ কীভাবে page set up /Margin set up করা যায় তা বর্ণনা কর?
উত্তর:File >page setup >page setup Dialog Box থেকে Left right ,top ,Bottom option প্রয়োজনীয় মার্জিন সিলেক্ট করে Ok ুিদতে হবে।

৪৭. MS-Word এ মেইল মার্জ বলতে কী বুঝায়?

অথবা ,মেইল মর্জ কাকে বলে।

অথবা ,মেইল মাজ কী

অথবা,মেইল মার্জ করা বলতে কী বুঝায়?

উত্তর:একই চিঠি মেইলিং লেবেল যদি বিভন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়,তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একএ করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্জ বলে। অর্থাৎ একটি চিঠি বিভিন্ন ঠিকনায় পাঠানোই হলো মেইল মার্জ।

৪৮. MS-World এ ম্যাক্রো ব্যবহার সুবিধা উল্লেখ কর?

উত্তর:MS-World এ ম্যাক্রো ব্যবহারের সুবিধাসমূহ হলো:

ক.এক কাজ বার বার করার প্রয়োজন হয় না।

খ.কম সময়ে অনেক বেশি কাজ সম্পন্ন করা যায়।

গ.নির্ভুল কাজ সম্পাদন করা যায়।

৪৯. Column Break করার জন্য কী বোর্ড থেকে প্রদত্ত কমান্ড কী?

উত্তর:ALT+I,B,C,ENTER

৫০. Macro কী?

উত্তর:একটি কমান্ডের সমষ্টিকে Macro বলে।

পূর্বের পোস্ট পড়তে নিচের লিংকে ক্লিক করুন
কম্পিউটার সম্পর্কিত 200 MCQ প্রশ্ন ও উত্তর পর্ব-১

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
error: Content is protected !!