কম্পিউটার শেখা আপনার জন্য কেন জরুরি!!

techtunes_102a11a335ca2d6db9c290abff2f2bff-640x360-1.jpg

তথ্যপ্রযুক্তির এই সময়ে  কম্পিউটার শিক্ষার বিকল্প নেই।

কেন আমাদের প্রত্যাহিক জীবনে কম্পিউটার শেখা জরুরি তা পয়েন্ট আকারে নিচের পোস্টে তুলে ধরা হলো।

          কম্পিউটারের মৌলিক দক্ষতা  অর্জন ও একই সঙ্গে চাকরিতে ভালো করার জন্য আবশ্যকীয়।

          কম্পিউটারের বিভিন্ন শাখা এবং ক্ষেত্রগুলো বিস্তৃতভাবে ব্যবহার করাও কম্পিউটার শিক্ষা।

          নতুন দক্ষতা ও কার্যক্ষমতাগুলো শিখতে সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি হলো ইন্টারনেট আছে এমন কম্পিউটার।

          জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার মানুষের কাছে নির্দিষ্ট ও প্রয়োজনীয় হাতিয়ার বলে ভালোভাবে ও নিজের জন্য শেখার কোনো বিকল্প নেই।

          মানবজাতির টিকে ও ভালোভাবে বেঁচে থাকার প্রতিটি আধুনিক উপায় যেমন ওষুধ, শিল্পকারখানা পরিচালনা, উড়োজাহাজ শিল্প, বিভিন্ন প্রতিষ্ঠানের আয় ও ব্যয়ের হিসাবরক্ষণ, আয়ের পথ, শিক্ষা উপকরণ হিসেবে এটির ব্যাপক ব্যবহার হয়।

          শিক্ষা কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটার অল রাউন্ডারের ভূমিকা রাখে।

          আজকের দিনে প্রতিটি শিশুর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক লেখাপড়ার শুরু থেকে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার হচ্ছে সারা দেশে। এমনকি বিদ্যালয়ের শিক্ষাক্রমেও কম্পিউটার বাধ্যতামূলক হয়েছে।

          শেখানো ও শেখার অবিরাম, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক কার্যক্রমে বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটিতেই উন্নতি করা যায় এমন প্রক্রিয়ায় কম্পিউটার শেখানো হয় যার মাধ্যমে শিক্ষক, ছাত্র, প্রতিষ্ঠান ও ব্যক্তি লাভবান হচ্ছেন।

          কম্পিউটারের অডিও-ভিজ্যুয়াল প্রযুক্তিগত সুবিধা এমনকি বিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত তাদের ছাত্রছাত্রীদের নিখুঁত শিক্ষা প্রদানে নিয়ে আসছেন। তারা মাল্টিমিডিয়া ক্লাসরুমে আসছেন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষেও থাকছে এখন সাউন্ড প্রজেক্টরগুলো।

          ‘মাল্টিমিডিয়া (স্লাইড অ্যান্ড সাউন্ড) প্রেজেন্টেশন’-এর মাধ্যমে সহজে পড়া শেখানো যায়।

এছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োজনীয়তা রয়েছে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
error: Content is protected !!