সুখবর! এবার Google Drive ব্যবহার করতে পারবেন ইন্টারনেটের ছাড়া…

Mount-Google-Drive-On-Linux-copy.jpg

Google Drive Without Internet: গ্রাহকদের জন্য স্বস্তির খবর নিয়ে হাজির হল গুগল। কোনও ইন্টারনেট কানেকশন ছাড়াই এবার গুগল ড্রাইভ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি একটি ব্লগ পোস্টে এমনই খুশির খবর জানিয়েছে Google। এই সার্চ ইঞ্জিন জায়ান্টের তরফ থেকে জানানো হয়েছে, এবার অফলাইনেও Google Drive-এ PDF, অফিস ফাইল ও ইমেজ অ্যাকসেস করা যাবে। এর ফলে ব্রাউজার থেকে কোনও রকম ইন্টারনেট কানেকশন ছাড়াও Google Drive এর ফাইল অ্যাকসেস করতে পারবেন ইউজাররা।

2019 সালে এই ফিচারের বিটা টেস্টিং শুরু করেছিল Google। সেখানে নন-গুগল ফাইল, ব্রাউজার থেকে ইন্টারনেট কানেকশন ছাড়াই ব্যবহার করে দেখানো হয়েছিল। এবার সব গ্রাহকের জন্যেই এই ফিচার নিয়ে হাজির হল Google Drive। এর ফলে Google Drive-এ PDF ইমেজ ও মাইক্রোসফট অফিস ডকুমেন্ট থাকলেও তা অফলাইনে অ্যাকসেস করা যাবে।

বহু প্রতিক্ষিত এই ফিচার্স কী ভাবে ব্যবহার করবেন, জেনে নিন।

প্রথমত: এই ফিচার ব্যবহার করতে গেলে কম্পিউটারে Google Drive অ্যাপ ইনস্টল (লিংক) করে রাখতে হবে।
দ্বিতীয়: নিচের প্রক্রিয়া অনুসরন করে সেটিংস ক্লিক করে-

অফলাইন অ্যাকসেস মোডে টিক চিহৃ দিয়ে Offline এনাবল করে রাখতে হবে।

তারপর যেই ডকুমেন্টটি অফলাইন মোড নিতে চান তার উপর ক্লিক করে Right Button ক্লিক করুন এবং অফলাইন মোড অন করুন নিচের প্রক্রিয়া অনুসরন করে। 

এই জন্য সাপোর্টেড ফাইলের উপরে রাইট ক্লিক করে ‘Available Offline’ অপশন এনাবল করতে হবে।

সব Google Workspace গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন। এছাড়াও, Cloud Identity Free, Cloud Identity Premium, G Suite Basic ও Business গ্রাহকদের জন্যও এই ফিচার লঞ্চ করেছে Google। পাশাপাশিই, যে সব গ্রাহক ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করেন, তাঁরাও এই ফিচার ব্যবহার করতে পারবেন বলে সংস্থার তরফে জানানো হয়েছে।

Google Drive-এ বিনামূল্যে 15GB ক্লাউড স্টোরেজ ব্যবহার করা যায়। 15GB স্টোরেজ ভরে গেলে অতিরিক্ত স্টোরেজ কেনারও সুবিধা দিয়েছে Google। মাসিক ও বার্ষিক প্ল্যানে Google Drive সাবস্ক্রিপশন কেনা যাবে। গুগলের স্টোরেজ কেনার জন্য আপনাকে Google One এর শরণাপন্ন হতে হবে।

গুগল ওয়ান সাবস্ক্রাইব করলে, 100GB অতিরিক্ত স্টোরেজের জন্য মাসে 130 টাকা খরচ হবে। আপনি যদি অতিরিক্ত স্টোরেজ কিনতে চান, তাহলে সর্বোচ্চ 2TB অতিরিক্ত স্টোরেজ কিনতে পারবেন। তার জন্য মাসে 650 টাকা খরচ করতে হবে। এছাড়াও, মাসে 200 টাকার বিনিময়ে অতিরিক্ত 200GB Google Drive স্টোরেজ ব্যবহার করতে পারবেন গ্রাহকরা।

ভালো লাগলে পোস্টি এখনই শেয়ার করুন।

আরো গুরুত্বপূর্ন পোস্ট পড়তে এই লিংকে ক্লিক করুন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
error: Content is protected !!