কম্পিউটার কোর্সের বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর পর্ব-০২

maxresdefault-1.jpg

০৩ ও ০৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর। এছাড়াও বিগত বিভিন্ন চাকরি পরীক্ষার কম্পিউটার বিষয়ের প্রশ্ন ও উত্তর। এই প্রশ্নগুলো পড়লে কম্পিউটার কোর্সের ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করার নিশ্চয়তা শতভাগ। আমরা ধারাবাহিকভাবে পর্ব আকারে সকল প্রশ্ন ও উত্তর গুলো তুলে ধরবো। আজকে দ্বিতীয় পর্ব দেওয়া হলো।

  1. Pen Drive কে I/O বলা হয় কেন?

উত্তর: পেন ড্রাইভ কম্পিউটারের একটি সহায়ক মেমোরি হিসাবে ব্যবহার করাহয়। এর সাহায্যে ডাটা যেমন ইনপুট করা যায় তেমনি আউটপুটকৃত ডাটা স্টোর করা যায়, বিধায় এই সহায়ক মেমোরি একই সাথে ইনপুট ও আউটপুটের কাজ করে। এ কারণে পেন ড্রাইভকে I/O ডিভাইজ বলা হয়।
22. OMR কী?

উত্তর: এটি একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস। বিশেষ ঙগজ শিটের মার্ককে পাঠ করে নির্দিষ্ট ফরমের ডাটা তৈরি করে।
23. অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী?

উত্তর: ব্যবহারিক সমস্যা সমাধান বা তথ্য প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত প্রোগ্রামকে ব্যবহারিক প্র্রোগ্রাম বা অ্যাপ্লিকেশণ সফটওয়্যার বলা হয়।
24. অপারেটিং সিস্টেম কী?

উত্তর: অপারেটিং সিস্টেম কতিপয় প্রোগ্রামের সমাহার, যা কোন কম্পিউটার সিস্টেমের রিসোর্স সমূহকে নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান করে।
25. কম্পিউটার সফটওয়্যার কী?

উত্তর: কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারা বাহিকভাবে লিখিত সুশৃঙ্খল কতকগুলো নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বা সফটওয়্যার বলে।
26. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?

উত্তর: প্রাণ
27. Shut Down কমান্ডের কাজ কী?

উত্তর: Windows Operating System হতে বের হওয়ার জন্য এই কমান্ড ব্যবহার করা হয়।
28. অপারেটিং সিস্টেমের কাজ কি?

উত্তর: Operating Systemকম্পিউটারের Hardware কে সচল করে এবং Hardware এবং Software এর মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে।
2৯. হার্ডওয়্যার যদি কম্পিউটারের দেহ হয় তাহলে সফটওয়্যার কম্পিউটারের কী?

উত্তর: প্রাণ
30. বিট, বাইট কী?

উত্তর: বীট- বাইনারী নাম্বার পদ্ধতিতে ব্যবহৃত অংক ০ (শুন্য) এবং ১(এক) কে বিট বলে। বাইট- আট বিটে এক বাইট হয়। এরূপ ৮ বিটের কোড দিয়ে যে কোন বর্ণ,অঙ্ক বা বিশেষ চিহৃকে প্রকাশ করা হয়ে থাকে।
31. কত কিলোবাইটে ১ মেগাবাইট?

উত্তর: 1024 KB = 1MB
32. সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি হচ্ছে কি?

উত্তর: বাইনারি।
33. মাইক্রোসফট ডস কী?

উত্তর: ডস শব্দের অর্থ ডিস্ক অপারেটিং সিস্টেম। ইহা একটি বর্ণ ভিক্তিক অপারেটিং সিস্টেম।
34. DOS ও Windows কী?

উত্তর: ডস একটি বর্ণভিক্তিক অপারেটিং সিস্টেম। উইন্ডোজ একটি চিত্র ভিক্তিক অপারেটিং সিস্টেম।
35. Windows কী?

উত্তর: উইন্ডোজ একটি চিত্র ভিক্তিক অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেম চিত্রের আইকন উপর ক্লিক করে কাজ করা যায়।
36. Windows XP কী?

উত্তর: কম্পিউটার পরিচালনার জন্য একটি সিস্টেম সফটওয়্যার।
37. File শব্দের অর্থ কি বা ফাইল কাকে বলে?

উত্তর: যখন কোন ডকুমেন্ট কে কোন নাম দিয়ে সংরক্ষণ করা হয়, তখন তাকে ফাইল বলে।
38. Folder (ফোল্ডার) কী?

উত্তর: ফোল্ডারের মধ্যে ফাইল রাখা হয়। তাছাড়াও ফোল্ডারের মধ্যে ফোল্ডারও রাখা যায়, একে সাব-ফোল্ডার বলে।
39. Dialog Box কী?

উত্তর: Text এবং Message  সম্বলিত বক্স যেখানেপ্রয়োজনীয় নির্দেশনা যেমন- Ok, Cancel, Save ইত্যাদি তথ্য থাকে।
40. কী-বোর্ডের কত গুলো কী থাকে?

উত্তর: ১০৪টি বা কখনও কখনও এর চেয়েও বেশি থাকতে পারে।

বাকী প্রশ্ন ও উত্তর পরের পর্বে তুলে ধরা হবে।

এই সম্পর্কিত প্রথম পর্বের পোস্ট পড়ুন এই লিংকে

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
error: Content is protected !!