পাসওয়ার্ড নিরাপত্তায় গুগলকে কাজে লাগাবেন যেভাবে।

google-paying-users-780x450.jpg

 

চলতি বছরের প্রথম প্রান্তিকে নিজেদের ব্রাউজার ক্রোমের নতুন একটি এক্সটেনশন নিয়ে আসে গুগল। আইডির নিরাপত্তা নির্দেশক সেই এক্সটেনশন গ্রাহকের পাসওয়ার্ডের সুরক্ষা বিঘ্নিত হলে তা জানিয়ে দিত।

সম্প্রতি পাসওয়ার্ড নিরাপত্তা ইস্যুতে নতুন ফিচার যোগ করেছে গুগল। নিজেদের ‘সেফটি অ্যান্ড সিকিউরিটি’ ব্লগ পোস্টে এমনটাই জানিয়েছে গুগল।

তাহলে চলুন দেখে নেয়া যাক, পাসওয়ার্ড সিকিউরিটি চেকআপ কীভাবে কাজ করে।

যা প্রয়োজন:

  • ফিচারটি উপভোগ করতে গ্রাহকের ক্রোম সিঙ্ক চালু রাখতে হবে
  • সচল ইন্টারনেট সংযোগ

১. প্রথমে ক্রোম ব্রাউজার থেকে http://myaccount.google.com ঠিকানায় যান

২. গুগল অ্যাকাউন্টে যদি লগ ইন না করা থাকে, তবে সেটি সম্পন্ন করুন

৩. এরপর Security সেকশনে নেভিগেট করুন

৪. এরপর নিচের দিকে স্ক্রল করে পেইজের নিচের দিকে থাকা Signing in to other sites অপশনটি খুঁজে বের করুন।

৫. সেখান থেকে Password Manager অপশনটি বাছাই করুন

৬. পরের পেইজে গিয়ে Get Started এ ক্লিক করে সার্ভিসটি চালু করে নিন। এই পেইজে গ্রাহকের গুগল অ্যাকাউন্টের সংরক্ষিত পাসওয়ার্ডের তালিকা দেখাবে।

৭. এবার পাসওয়ার্ড লিঙ্কে ক্লিক করুন

৮. এটি আপনাকে অন্য পেইজে নিয়ে যাবে, সেখানে থাকা Check Password Button এ ক্লিক করুন

৯. এক্ষেত্রে ভেরিফিকেশনের জন্য পুনরায় পাসওয়ার্ড প্রদান করতে হবে

১০. গুগল আপনার সংরক্ষিত সকল পাসওয়ার্ড বিশ্লেষণ করে- কম্প্রোমাইজ্ড, রি-ইউজ্ড এবং উইক এই তিনটি ক্যাটাগরিতে ফলাফল প্রদান করবে

১১. এছাড়া এই চেকআপ টুল একই রকম পাসওয়ার্ড দেয়া আরও কিছু অ্যাকাউন্টের তালিকা দেখাবে।

তালিকার নিচে থাকা নিম্নমুখী তীরচিহ্ন (ডাউন অ্যারো) Change Password বাটনে ক্লিক করলে যেসব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে সেগুলো দেখাবে। এরপর নির্দেশনামত পদ্ধতি অবলম্বন করে ম্যানুয়াল মেথডে পাসওয়ার্ড বদলে নিতে হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
error: Content is protected !!