০১ |
কম্পিউটার জগতের কিংবদন্তি কে- |
উত্তরঃ |
বিল গেটস |
০২ |
NASA এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ |
National Aeronautics and Space Adminstration (NASA) |
০৩ |
NASA এর সদর দপ্তর কোথায়? |
উত্তরঃ |
ফ্লোরিডা ( USA ) |
০৪ |
ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? |
উত্তরঃ |
মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাস্টিন মক্সোভিটজ, এডুয়ার্জে, উস্যাভেরিন। |
০৫ |
জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক কবে প্রতিষ্ঠিত হয়? |
উত্তরঃ |
২০০৪ সালে । |
০৬ |
FACEBOOK -এর সদর দপ্তর কোথায় ? |
উত্তরঃ |
California |
০৭ |
বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্ঠাতা কে ? |
উত্তরঃ |
গুগল এর প্রতিষ্ঠাতা মূলত দুইজন। ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন |
০৮ |
Google কবে প্রতিষ্ঠা করা হয় ? |
উত্তরঃ |
১৯৯৮ খ্রিঃ |
০৯ |
জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট কি কি ? |
উত্তরঃ |
Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut. |
১০ |
জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটার কবে প্রতিষ্ঠিত হয় ? |
উত্তরঃ |
২০০৬ সালে। |
১১ |
টুইটারের প্রতিষ্ঠাতা কে? |
উত্তরঃ |
জ্যাক উর্সে, ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন। |
১২ |
Youtube কি ? |
উত্তরঃ |
YouTube ভিডিও শেয়ারিং সাইট |
১৩ |
YouTube এর প্রতিষ্ঠাতা কে ? |
উত্তরঃ |
স্টিভ চ্যান জাভেদ করিম। |
১৪ |
ইন্টারনেটের জনক কে ? |
উত্তরঃ |
ভিনটন জি কার্ফ। |
১৫ |
ই-মেইল এর জনক কে ? |
উত্তরঃ |
রে টমলি সন। |
১৬ |
উইকিপিডিয়া কে প্রতিষ্ঠা করেন? |
উত্তরঃ |
জিমি ওয়েলস ( যুক্তরাষ্ট্র ) |
১৭ |
ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলে ? |
উত্তরঃ |
টেলি মেডিসিন। |
১৮ |
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ? |
উত্তরঃ |
ডট কম |
১৯ |
কম্পিউটারের DPT এর পূর্ণ রূপ কী ? |
উত্তরঃ |
#Dual_Port_Transreceive |
২০ |
বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কী? |
উত্তরঃ |
ARPANET ( Advanced Research Projects Agency Network) |
২১ |
স্প্যাম কি ? |
উত্তরঃ |
অনাকাঙ্কিত ই-মেইল। |
২২ |
বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার কোনটি ? |
উত্তরঃ |
মোজাইক |
২৩ |
বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত- |
উত্তরঃ |
USA |
২৪ |
কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতির উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম ? |
উত্তরঃ |
লেজার প্রিন্টার |
২৫ |
4G এর প্রকৃত ব্যান্ডউইথ কত ? |
উত্তরঃ |
10Mbps |
২৬ |
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডট কম রেজিষ্ট্রেশন করে কবে ? |
উত্তরঃ |
১৫ মার্চ ১৯৮৫ সালে। |
২৭ |
বাংলাদেশে কত সালে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? |
উত্তরঃ |
১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে |
২৮ |
মোবাইল ফোনের জনক কে? |
উত্তরঃ |
মার্টিন কুপার। |
২৯ |
HTML এর পূর্ণরুপ কি ? |
উত্তরঃ |
Hyper Text Markup Language |
৩০ |
CSS এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ |
Cascading Style Sheets |
৩১ |
Php এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ |
Hypertext Preprocessor |
৩২ |
ICT এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ |
Information and Communication Technology |
৩৩ |
Wi-Fi এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ |
Wireless Fidelity |
৩৪ |
LCD এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ |
Liquid Crystal Display |
৩৫ |
কম্পিউটার বায়োস ( BIOS ) কি ? |
উত্তরঃ |
Basic Input Output System |
৩৬ |
যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে ? |
উত্তরঃ |
এন্টিভাইরাস |
৩৭ |
ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে ? |
উত্তরঃ |
নেটিজেন |
৩৮ |
WWW এর জনক কে ? |
উত্তরঃ |
টিম বার্নাস লি |
৩৯ |
গুগল হলো- |
উত্তরঃ |
সার্চ ইঞ্জিন |
৪০ |
IP এর পূর্ণরূপ কি ? |
উত্তরঃ |
Internet Protocol. |
৪১ |
‘ মাইক্রোসফট উইন্ডোজ ’এর সর্বশেষ ভার্সন- |
উত্তরঃ |
উইন্ডোজ-১০ |
৪২ |
বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত – |
উত্তরঃ |
কক্সবাজার |
৪৩ |
বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ ? |
উত্তরঃ |
চীন |
৪৪ |
বিশ্বগ্রাম ধারণার জনক- |
উত্তরঃ |
মার্শাল ম্যাক্লুহান |
৪৫ |
সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপন করা হয় ? |
উত্তরঃ |
সাগরের তলদেশে |
৪৬ |
ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে- |
উত্তরঃ |
http |
৪৭ |
IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন– |
উত্তরঃ |
IPV 4 |
৪৮ |
BRTC- এর পূর্ণরূপ কোনটি ? |
উত্তরঃ |
Bangladesh Telecommunication Regulatory Commission |
৪৯ |
সুপার কম্পিউটারের উদ্ভাবক কে ? |
উত্তরঃ |
সেসুর ক্রো |
৫০ |
Internet শব্দটির উৎপত্তি- |
উত্তরঃ |
Internet connected Network থেকে |
৫১ |
কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ কাজ করলে বা যা তৈরি হয় তাকে কি বলে? |
উত্তরঃ |
ডকুমেন্ট |
৫২ |
বাংলায় কাজ করার জন্য উল্লেখযোগ্য একটি সফটওয়্যার এর নাম লিখ ? |
উত্তরঃ |
বিজয়। |
৫৩ |
ডকুমেন্ট সংরক্ষন করা হয় কোন কমান্ডের সাহায্যে ? |
উত্তরঃ |
Save |
৫৪ |
আধুনিক কম্পিউটারের জনক কে ? |
উত্তরঃ |
চার্লস ব্যাবেজ । |
৫৫ |
কম্পিউটারের আবিষ্কারক কে ? |
উত্তরঃ |
হাওয়ার্ড অ্যাইকেন । |
৫৬ |
প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? |
উত্তরঃ |
লেডি অ্যাডা আগাষ্টা |
৫৬ |
কম্পিউটারের প্রজম্ন কয়টি ? |
উত্তরঃ |
কম্পিউটারের প্রজম্ন ছয়টি । |
৫৭ |
IC শব্দের পূর্নরূপ কোনটি ? |
উত্তরঃ |
Integrated Circuit. |
৫৮ |
আউটপুট ডিভাইসের উদাহরন- |
উত্তরঃ |
প্রিন্টার, মনিটর, প্লটার |
৫৯ |
প্রাইমারি মেমোরির উদাহরন- |
উত্তরঃ |
র্যাম, রোম |
৬০ |
RAM এর পূর্ন নাম কি ? |
উত্তরঃ |
Random Access Memory |
৬১ |
ROM এর পূর্ন নাম কি ? |
উত্তরঃ |
Read Only Memory |
৬২ |
HDD এর পূর্ন নাম ? |
উত্তরঃ |
Hard Disk Drive. |
৬৩ |
ROM কোন ধরনের মেমোরি ? |
উত্তরঃ |
স্থায়ী মেমোরি । |
৬৪ |
RAM কোন ধরনের মেমোরি ? |
উত্তরঃ |
অস্থায়ী মেমোরি । |
৬৫ |
সফটওয়্যার হচ্ছে- |
উত্তরঃ |
এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি |
৬৬ |
Windows কী ? |
উত্তরঃ |
অপারেটিং সিস্টেম । |
৬৭ |
WWW এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ |
World Wide Web. |
৬৮ |
VIRUS শব্দের পূর্নরূপ কোনটি ? |
উত্তরঃ |
Vital Information and resources under Seige. |
৬৯ |
মনিটরের স্কীনকে কী বলে ? |
উত্তরঃ |
Desktop. |
৭০ |
১ কিলোবাইট = কত বাইট ? |
উত্তরঃ |
১০২৪ বাইট । |
৭১ |
Save – এর জন্য সংক্ষিপ্ত Key কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + S |
৭২ |
ফাংশন “কী ” তে মোট কতটি কী আছে । |
উত্তরঃ |
F1-F12 মোট ১২ টি । |
৭৩ |
BOL কি ? |
উত্তরঃ |
Bangladesh Online Limited |
৭৪ |
LAN শব্দের পূর্নরূপ কোনটি ? |
উত্তরঃ |
Local Area Network. |
৭৫ |
WAN এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ |
Wide Area Network. |
৭৬ |
NIC এর পূর্ননাম কী ? |
উত্তরঃ |
Network Interface Card. |
৭৭ |
Page Break করার কী-বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + Enter |
৭৮ |
MS word- এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়- |
উত্তরঃ |
Spelling cheaker |
৭৯ |
Document এর নাম বদলিয়ে Save করার জন্য ব্যবহৃত হয়- |
উত্তরঃ |
Save as. |
৮০ |
এক স্থানের লেখা মুছে অন্য স্থানে নিতে হলে কী করতে হবে ? |
উত্তরঃ |
Cut – Paste |
৮১ |
হার্ড ডিস্ক কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ |
Storage |
৮২ |
OMR এর পূর্ননাম কী ? |
উত্তরঃ |
Optical Mark Reader |
৮৩ |
pendrive সংযুক্ত করার জন্য কোন ধরনের port ব্যবহার করা হয় ? |
উত্তরঃ |
USB |
৮৪ |
CPU এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ |
Central Processing Unit |
৮৫ |
ইন্টারনেট ডকুমেন্ট-এর ঠিকানাকে কী বলে ? |
উত্তরঃ |
URL |
৮৬ |
মনিটর কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ |
আউটপুট ডিভাইস । |
৮৭ |
Page break এর সাহায্যে কি করা হয় ? |
উত্তরঃ |
একটি পেইজকে দ্বিখন্ডিত করা হয় । |
৮৮ |
ফোল্ডার এ ফাইল দেখার জন্য কী করতে হয় । |
উত্তরঃ |
ফোল্ডারে Double Click করতে হয় । |
৮৯ |
ফ্লপি ডিস্কের ধারন ক্ষমতা কত ? |
উত্তরঃ |
১.৪৪ মেগাবাইট । |
৯০ |
ফাইলের নামের শেষের অংশকে কী বলে । |
উত্তরঃ |
বর্ধিত অংশ (Extension part) |
৯১ |
কম্পিউটার এর ভাইরাস কি ? |
উত্তরঃ |
সফটওয়্যার |
৯২ |
কী-বোর্ড কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ |
ইনপুট ডিভাইস । |
৯৩ |
কী-বোর্ডের সবচেয়ে লম্বা বাটন কোনটি ? |
উত্তরঃ |
Space Bar. |
৯৪ |
Microsoft Word এ কয়টি Menu থাকে ? |
উত্তরঃ |
৯ টি |
৯৫ |
প্রত্যেকটি Search Engine এক একটি- |
উত্তরঃ |
ব্রাউজার । |
৯৬ |
পেজ সেটআপ কী ? |
উত্তরঃ |
পৃষ্টার পরিমাপ নির্ধারন করা । |
৯৭ |
হেডার কী ? |
উত্তরঃ |
পৃষ্ঠার উপরের অংশ । |
৯৮ |
ফুটার কী ? |
উত্তরঃ |
পৃষ্টার নিচের অংশ । |
৯৯ |
কম্পিউটার চালু করার পর কী-বোর্ডটি কোন ভাষায় থাকে ? |
উত্তরঃ |
ইংরেজী |
১০০ |
বাংলাদেশে কম্পিউটারে কম্পোজ করা প্রথম বাংলা পত্রিকার নাম |
উত্তরঃ |
সাপ্তাহিক আনন্দ পত্র । |
১০১ |
কত তারিখে সাপ্তাহিক আনন্দ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ? |
উত্তরঃ |
১৬ মে ১৯৮৭ সালে । |
১০২ |
বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কোনটি ? |
উত্তরঃ |
M.S Word |
১০৩ |
M.S Word কোন কোম্পানির তৈরি ? |
উত্তরঃ |
মাইক্রোসফ্ট কর্পোরেশন। |
১০৪ |
কত সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয় ? |
উত্তরঃ |
১৯৯০ সাল থেকে । |
১০৫ |
সাধারন চিঠিপত্র লেখার জন্য কোন প্রোগ্রাম ব্যবহৃত হয় ? |
উত্তরঃ |
MS Word |
১০৬ |
সহায়ক মেমোরি কোনটি ? |
উত্তরঃ |
হার্ডডিস্ক । |
১০৭ |
কী -বোর্ডে অ্যারো কী- এর সংখ্যা কয়টি ? |
উত্তরঃ |
৪ টি |
১০৮ |
মাইক্রোসফ্ট ওয়ার্ডে Save কমান্ড কোন মেনুতে থাকে ? |
উত্তরঃ |
ফাইল মেনুতে। |
১০৯ |
ফাইল সেভ করার জন্য কোন মেনু প্রয়োজন ? |
উত্তরঃ |
ফাইল মেনু |
১১০ |
বানান সংশোধন করার কাজকে কী বলা হয় ? |
উত্তরঃ |
গ্রুফ দেখা |
১১১ |
Find কমান্ড কোন মেনুতে থাকে ? |
উত্তরঃ |
Edit মেনুতে |
১১২ |
Page Break এর কী -বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + Enter |
১১৩ |
কী -বোর্ড এ কন্ট্রোল কী এর সংখ্যা কতটি ? |
উত্তরঃ |
২ টি । |
১১৪ |
Excel এ একাধিক সেলকে একত্রিত করাকে কী বলে ? |
উত্তরঃ |
Merge |
১১৫ |
ই-মেইল পদ্ধতি হল- |
উত্তরঃ |
ইলেকট্রনিক ডাক যোগাযোগ |
১১৬ |
১ GB = কত মেগাবাইট (MB)? |
উত্তরঃ |
১০২৪ মেগাবাইট |
১১৭ |
USB এর পূর্নরূপ কী ? |
উত্তরঃ |
Universal Serial Bus. |
১১৮ |
প্রথম মাইক্রোপ্রসেসর ৪০০৪ কত সালে আবিষ্কৃত হয় ? |
উত্তরঃ |
১৯৭১ সালে । |
১১৯ |
হাতের তালুতে রেখে কোন কম্পিউটার দ্বারা কাজ করা যায় ? |
উত্তরঃ |
পামটপ |
১২০ |
১ কিলোবাইট সমান কত বাইট ? |
উত্তরঃ |
১০২৪ বাইট । |
১২১ |
বাম দিকের অক্ষর মুছার জন্য কী বোর্ডের কোন কী চাপতে হয় ? |
উত্তরঃ |
– Backspace |
১২২ |
কম্পিউটারের পূর্বপুরুষ বলা হয় কাকে ? |
উত্তরঃ |
আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে । |
১২৩ |
‘ATM’ এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ |
Automated Teller Machine |
১২৪ |
Query এর কাজ কী ? |
উত্তরঃ |
প্রয়োজনীয় ডাটা খুজে বের করা । |
১২৫ |
কম্পিউটারের স্থায়ী মেমোরি নয় কোনটি ? |
উত্তরঃ |
RAM |
১২৬ |
বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি ? |
উত্তরঃ |
পিপীলিকা |
১২৭ |
www.bteb.gov.bd এটি কিসের ওয়েব অ্যাড্রেস ? |
উত্তরঃ |
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড । |
১২৮ |
bteb দ্বারা কি বুঝানো হয় ? |
উত্তরঃ |
Bangladesh Technical Education Board. |
১২৯ |
HTML এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ |
Hyper Text Markup Language. |
১৩০ |
‘Data’ (ডাটা) শব্দের অর্থ কি ? |
উত্তরঃ |
তথ্য |
১৩১ |
প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি ? |
উত্তরঃ |
এ্যাপেল |
১৩২ |
BIOS- এর পূর্ণনাম কি ? |
উত্তরঃ |
Basic Input Output System. |
১৩৩ |
M.S word কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ |
ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম । |
১৩৪ |
M.S Power Point কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ |
প্রেজেন্টেশন প্রোগ্রাম । |
১৩৫ |
Microsoft Acces কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ |
ডাটাবেজ প্রোগ্রাম। |
১৩৬ |
Microsoft Excel কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ |
স্প্রেডশীট প্রোগ্রাম। |
১৩৭ |
Printer কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ |
আউটপুট |
১৩৮ |
A4 সাইজের কাগজের পরিমান কত ? |
উত্তরঃ |
প্রস্থ = ৮.২৭”, দৈর্ঘ্য = ১১.৬৯” |
১৩৯ |
Legal সাইজের কাগজের পরিমান কত ? |
উত্তরঃ |
প্রস্থ = ৮. ৫”, দৈর্ঘ্য = ১৪” |
১৪০ |
Letter সাইজের কাগজের পরিমান কত ? |
উত্তরঃ |
প্রস্থ = ৮.৫”, দৈর্ঘ্য = ১১” |
১৪১ |
ভাইরাস Protect করার জন্য কী ব্যবহার করা হয় ? |
উত্তরঃ |
অ্যান্টিভাইরাস |
১৪২ |
Undo করার জন্য সংক্ষিপ্ত Command কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + Z |
১৪৩ |
লেখা ছোট করার কী-বোর্ড শর্টকাট Command কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + [ |
১৪৪ |
লেখা বড় করার কী-বোর্ড শর্টকাট Command কোনটি ? |
উত্তরঃ |
– Ctrl + ] |
১৪৫ |
ডকুমেন্টের সব লেখা ব্লক করার নিয়ম কী ? |
উত্তরঃ |
Ctrl + A |
১৪৬ |
Print এর শর্টকার্ট কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + P |
১৪৭ |
Cut করার কী বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + X |
১৪৮ |
Word-এ কপি করার জন্য Short Key কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + C |
১৪৯ |
পেষ্ট করার কী-বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + V |
১৫০ |
Redo এর কী বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + Y |
১৫১ |
Close এর কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + W |
১৫২ |
বিজয় চালু করার কীবোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + Alt + B |
১৫৩ |
Double Underline করার সংক্ষিপ্ত কমান্ড কি ? |
উত্তরঃ |
Ctrl + Shift + D |
১৫৪ |
Font ফন্ট) পরিবর্তনের শর্টকাট কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + D |
১৫৫ |
MS Word প্রোগ্রামে New ডকুমেন্ট খুলার কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + N |
১৫৬ |
ডকুমেন্ট সংরক্ষন করা হয় কোন কমান্ডের সাহায্যে ? |
উত্তরঃ |
Save |
১৫৭ |
পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ |
ইনপুট-আউটপুট ডিভাইস । |
১৫৮ |
HTTP –এর পূর্নরূপ কি ? |
উত্তরঃ |
Hyper Text Transfer Protocol. |
১৫৯ |
ই-মেইল অর্থ হল- |
উত্তরঃ |
ইলেকট্রনিক মেইল |
১৬০ |
দুটি ব্রাউজারের নাম লিখ- |
উত্তরঃ |
Mozila Firefox , Google Chrome |
১৬১ |
একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠাবার জন্য কী ব্যবহার করা হয় ? |
উত্তরঃ |
Mail Merge |
১৬২ |
Excel Program এ ফাইল Save করলে File Name এর শেষে কী যুক্ত হয় ? |
উত্তরঃ |
.Xls |
১৬৩ |
MS Word এ ফাইল সেভ করলে File Name এর শেষে কী যুক্ত হয় ? |
উত্তরঃ |
.docx |
১৬৪ |
Microsoft PowerPoint এর ফাইল extension কি ? |
উত্তরঃ |
.PPTX / .PPT |
১৬৫ |
Windows কোন ধরনের প্রোগ্রাম ? |
উত্তরঃ |
Operating System. |
১৬৬ |
মাউস কোন ধরনের ডিভাইস ? |
উত্তরঃ |
ইনপুট ডিভাইস । |
১৬৭ |
স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কী কাজ করা হয় ? |
উত্তরঃ |
Accounting এর কাজ করা হয় । |
১৬৮ |
E-Commerce কী ? |
উত্তরঃ |
ইলেক্ট্রনিক কমার্স-কে ই কমার্স বলা হয় । |
১৬৯ |
MS Word- এ সর্বনিম্ন কত % পর্যন্ত Zoom করা যায় ? |
উত্তরঃ |
১০% |
১৭০ |
Excel -এ Default ভাবে কতটি Sheet থাকে ? |
উত্তরঃ |
৩ টি , (শীট ১, শীট ২, শীট ৩) |
১৭১ |
MS Excel-2003 এ কতটি Cell থাকে ? |
উত্তরঃ |
১৬৭৭৭২১৬ |
১৭২ |
MS Excel-2007 এ কতটি Cell থাকে ? |
উত্তরঃ |
১৭১৭৯৮৬৯১৮৪ টি । |
১৭৩ |
২ GB = কত কিলোবাইট ? |
উত্তরঃ |
221 |
১৭৪ |
৩য় প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ? |
উত্তরঃ |
IC ব্যবহৃত হয়। |
১৭৫ |
ফুটার কি ? |
উত্তরঃ |
প্রতিটি পৃষ্টার নিচের মার্জিনের অংশ । |
১৭৬ |
ডকুমেন্টের পেজের উপরের অংশকে কি বলা হয় ? |
উত্তরঃ |
হেডার। |
১৭৭ |
ই-মেইল এর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কোনটি ব্যবহৃত হয়- |
উত্তরঃ |
Sign Up |
১৭৮ |
কুয়েরি বলতে কি বুঝায় ? |
উত্তরঃ |
ডাটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য খুজে বের করা । |
১৭৯ |
কী-বোর্ডকে কয়টি শ্রেনীতে ভাগ করা হয় ? |
উত্তরঃ |
৫ টি । |
১৮০ |
কী-বোর্ডে মোট কতটি Arrow Key থাকে ? |
উত্তরঃ |
৪টি |
১৮১ |
এক্সেলে Logical ফাংশন কোনটি ? |
উত্তরঃ |
=IF |
১৮২ |
লগারিদম সারণি কে তৈরি করেন ? |
উত্তরঃ |
জন নেপিয়ার । |
১৮৩ |
সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি কি ? |
উত্তরঃ |
বাইনারি । |
১৮৪ |
Legal Size কাগজের পরিমান কত ? |
উত্তরঃ |
দৈর্ঘ্য ১৪”, প্রস্থ ৮ ১/২ “ |
১৮৫ |
F5 হতে F25 সেলের ডাটা যোগ করার ফাংশন- |
উত্তরঃ |
=Sum(F5:F25) |
১৮৬ |
Google কি ? |
উত্তরঃ |
একটি সার্চ ইঞ্জিন |
১৮৭ |
DVD এর Capacity কত ? |
উত্তরঃ |
৭৫০ গই থেকে ৪এই পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে। |
১৮৮ |
Attach file বলতে কি বুঝায় । |
উত্তরঃ |
সংযুক্ত |
১৮৯ |
ফার্মওয়্যার কি ? |
উত্তরঃ |
ROM |
১৯০ |
কী-বোর্ডে কতগুলো Key থাকে ? |
উত্তরঃ |
১০৪ টি বা কখনও কখনও এর চেয়েও বেশি । |
১৯১ |
এক নিবল সমান কত বিট ? |
উত্তরঃ |
৪ বিট |
১৯২ |
অ্যাসকি (অঝঈওও) কয় বিটের হয় ? |
উত্তরঃ |
৭ বিট । |
১৯৩ |
ওয়ার্কশীটের Row কি দ্বারা নির্দেশ করা হয় ? |
উত্তরঃ |
নম্বর দিয়ে |
১৯৪ |
ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন object টি ব্যবহৃত হয় |
উত্তরঃ |
OLE |
১৯৫ |
D11 হতে D20 সেলের যোগ করার ফাংশন- |
উত্তরঃ |
=Sum (D11:D20 ) |
১৯৬ |
Line Spacing দেড়গুন করার কমান্ড কি ? |
উত্তরঃ |
Ctrl + 1.5 |
১৯৭ |
Excel -এ একাধিক Cell একত্রিত করাকে কি বলে ? |
উত্তরঃ |
Merge |
১৯৮ |
File close– এর কী-বোর্ড কমান্ড কোনটি ? |
উত্তরঃ |
Ctrl + F4 |
১৯৯ |
Mozila Firefox হলো এক ধরনের- |
উত্তরঃ |
ব্রাউজার |
২০০ |
Spelling and Grammar – এর জন্য কোন ফাংশন কী চাপতে হয় |
উত্তরঃ |
F7 |