গুরুত্বপূর্ণ পোস্ট

কম্পিউটার সম্পর্কিত ২০০ MCQ প্রশ্ন ও উত্তর পর্ব-০১

unnamed.png
০১ কম্পিউটার জগতের কিংবদন্তি কে-
উত্তরঃ বিল গেটস
০২ NASA এর পূর্নরূপ কী ?
উত্তরঃ National Aeronautics and Space Adminstration (NASA)
০৩ NASA এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ফ্লোরিডা ( USA )
০৪ ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাস্টিন মক্সোভিটজ, এডুয়ার্জে, উস্যাভেরিন।
০৫ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট ফেসবুক কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ২০০৪ সালে ।
০৬ FACEBOOK -এর সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ California
০৭ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ গুগল এর প্রতিষ্ঠাতা মূলত দুইজন। ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন
০৮ Google কবে প্রতিষ্ঠা করা হয় ?
উত্তরঃ ১৯৯৮ খ্রিঃ
০৯ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট কি কি ?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace, Orkut.
১০ জনপ্রিয় সামাজিক নেটওয়ার্কিং সাইট টুইটার কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১১ টুইটারের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে, ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন।
১২ Youtube কি ?
উত্তরঃ YouTube ভিডিও শেয়ারিং সাইট
১৩ YouTube এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম।
১৪ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ।
১৫ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
১৬ উইকিপিডিয়া কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ জিমি ওয়েলস ( যুক্তরাষ্ট্র )
১৭ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন।
১৮ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম
১৯ কম্পিউটারের DPT এর পূর্ণ রূপ কী ?
উত্তরঃ #Dual_Port_Transreceive
২০ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ের নাম কী?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects Agency Network)
২১ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
২২ বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার কোনটি ?
উত্তরঃ মোজাইক
২৩ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত-
উত্তরঃ USA
২৪ কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুতগতির উন্নতমানের প্রিন্ট প্রদানে সক্ষম ?
উত্তরঃ লেজার প্রিন্টার
২৫ 4G এর প্রকৃত ব্যান্ডউইথ কত ?
উত্তরঃ 10Mbps
২৬ কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান সিম্বোলিকস ইন্টারনেট জগতের প্রথম ডট কম রেজিষ্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে।
২৭ বাংলাদেশে কত সালে প্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়?
উত্তরঃ ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে
২৮ মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ মার্টিন কুপার।
২৯ HTML এর পূর্ণরুপ কি ?
উত্তরঃ Hyper Text Markup Language
৩০ CSS এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Cascading Style Sheets
৩১ Php এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Hypertext Preprocessor
৩২ ICT এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Information and Communication Technology
৩৩ Wi-Fi এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Wireless Fidelity
৩৪ LCD এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Liquid Crystal Display
৩৫ কম্পিউটার বায়োস ( BIOS ) কি ?
উত্তরঃ Basic Input Output System
৩৬ যেসব প্রোগ্রাম ব্যবহার করে কম্পিউটারকে ভাইরাস হতে রক্ষা করা হয় তাকে কি বলে ?
উত্তরঃ এন্টিভাইরাস
৩৭ ইন্টারনেটের একাউন্ট গ্রহণকারীদের কি বলে ?
উত্তরঃ নেটিজেন
৩৮ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি
৩৯ গুগল হলো-
উত্তরঃ সার্চ ইঞ্জিন
৪০ IP এর পূর্ণরূপ কি ?
উত্তরঃ Internet Protocol.
৪১ ‘ মাইক্রোসফট উইন্ডোজ ’এর সর্বশেষ ভার্সন-
উত্তরঃ উইন্ডোজ-১০
৪২ বাংলাদেশের সাবমেরিন ল্যান্ডিং স্টেশন অবস্থিত –
উত্তরঃ কক্সবাজার
৪৩ বর্তমানে ইন্টারনেট ব্যবহারে শীর্ষে কোন দেশ ?
উত্তরঃ চীন
৪৪ বিশ্বগ্রাম ধারণার জনক-
উত্তরঃ মার্শাল ম্যাক্লুহান
৪৫ সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপন করা হয় ?
উত্তরঃ সাগরের তলদেশে
৪৬ ইন্টারনেট যে প্রোটোকলের অধীনে HTML আদান প্রদান করে-
উত্তরঃ http
৪৭ IP Address এর বর্তমান প্রচলিত ভার্সন–
উত্তরঃ IPV 4
৪৮ BRTC- এর পূর্ণরূপ কোনটি ?
উত্তরঃ Bangladesh Telecommunication Regulatory Commission
৪৯ সুপার কম্পিউটারের উদ্ভাবক কে ?
উত্তরঃ সেসুর ক্রো
৫০ Internet শব্দটির উৎপত্তি-
উত্তরঃ Internet connected Network থেকে
৫১ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং এ কাজ করলে বা যা তৈরি হয় তাকে কি বলে?
উত্তরঃ ডকুমেন্ট
৫২ বাংলায় কাজ করার জন্য উল্লেখযোগ্য একটি সফটওয়্যার এর নাম লিখ ?
উত্তরঃ বিজয়।
৫৩ ডকুমেন্ট সংরক্ষন করা হয় কোন কমান্ডের সাহায্যে ?
উত্তরঃ Save
৫৪ আধুনিক কম্পিউটারের জনক কে ?
উত্তরঃ চার্লস ব্যাবেজ ।
৫৫ কম্পিউটারের আবিষ্কারক কে ?
উত্তরঃ হাওয়ার্ড অ্যাইকেন ।
৫৬ প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?
উত্তরঃ লেডি অ্যাডা আগাষ্টা
৫৬ কম্পিউটারের প্রজম্ন কয়টি ?
উত্তরঃ কম্পিউটারের প্রজম্ন ছয়টি ।
৫৭ IC শব্দের পূর্নরূপ কোনটি ?
উত্তরঃ Integrated Circuit.
৫৮ আউটপুট ডিভাইসের উদাহরন-
উত্তরঃ প্রিন্টার, মনিটর, প্লটার
৫৯ প্রাইমারি মেমোরির উদাহরন-
উত্তরঃ র‌্যাম, রোম
৬০ RAM এর পূর্ন নাম কি ?
উত্তরঃ Random Access Memory
৬১ ROM এর পূর্ন নাম কি ?
উত্তরঃ Read Only Memory
৬২ HDD এর পূর্ন নাম ?
উত্তরঃ Hard Disk Drive.
৬৩ ROM কোন ধরনের মেমোরি ?
উত্তরঃ স্থায়ী মেমোরি ।
৬৪ RAM কোন ধরনের মেমোরি ?
উত্তরঃ অস্থায়ী মেমোরি ।
৬৫ সফটওয়্যার হচ্ছে-
উত্তরঃ এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি
৬৬ Windows কী ?
উত্তরঃ অপারেটিং সিস্টেম ।
৬৭ WWW এর পূর্নরূপ কি ?
উত্তরঃ World Wide Web.
৬৮ VIRUS শব্দের পূর্নরূপ কোনটি ?
উত্তরঃ Vital Information and resources under Seige.
৬৯ মনিটরের স্কীনকে কী বলে ?
উত্তরঃ Desktop.
৭০ ১ কিলোবাইট = কত বাইট ?
উত্তরঃ ১০২৪ বাইট ।
৭১ Save – এর জন্য সংক্ষিপ্ত Key কোনটি ?
উত্তরঃ Ctrl + S
৭২ ফাংশন “কী ” তে মোট কতটি কী আছে ।
উত্তরঃ F1-F12 মোট ১২ টি ।
৭৩ BOL কি ?
উত্তরঃ Bangladesh Online Limited
৭৪ LAN শব্দের পূর্নরূপ কোনটি ?
উত্তরঃ Local Area Network.
৭৫ WAN এর পূর্নরূপ কী ?
উত্তরঃ Wide Area Network.
৭৬ NIC এর পূর্ননাম কী ?
উত্তরঃ Network Interface Card.
৭৭ Page Break করার কী-বোর্ড কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + Enter
৭৮ MS word- এ বানান শুদ্ধ করার জন্য ব্যবহৃত হয়-
উত্তরঃ Spelling cheaker
৭৯ Document এর নাম বদলিয়ে Save করার জন্য ব্যবহৃত হয়-
উত্তরঃ Save as.
৮০ এক স্থানের লেখা মুছে অন্য স্থানে নিতে হলে কী করতে হবে ?
উত্তরঃ Cut – Paste
৮১ হার্ড ডিস্ক কোন ধরনের ডিভাইস ?
উত্তরঃ Storage
৮২ OMR এর পূর্ননাম কী ?
উত্তরঃ Optical Mark Reader
৮৩ pendrive সংযুক্ত করার জন্য কোন ধরনের port ব্যবহার করা হয় ?
উত্তরঃ USB
৮৪ CPU এর পূর্নরূপ কী ?
উত্তরঃ Central Processing Unit
৮৫ ইন্টারনেট ডকুমেন্ট-এর ঠিকানাকে কী বলে ?
উত্তরঃ URL
৮৬ মনিটর কোন ধরনের ডিভাইস ?
উত্তরঃ আউটপুট ডিভাইস ।
৮৭ Page break এর সাহায্যে কি করা হয় ?
উত্তরঃ একটি পেইজকে দ্বিখন্ডিত করা হয় ।
৮৮ ফোল্ডার এ ফাইল দেখার জন্য কী করতে হয় ।
উত্তরঃ ফোল্ডারে Double Click করতে হয় ।
৮৯ ফ্লপি ডিস্কের ধারন ক্ষমতা কত ?
উত্তরঃ ১.৪৪ মেগাবাইট ।
৯০ ফাইলের নামের শেষের অংশকে কী বলে ।
উত্তরঃ বর্ধিত অংশ (Extension part)
৯১ কম্পিউটার এর ভাইরাস কি ?
উত্তরঃ সফটওয়্যার
৯২ কী-বোর্ড কোন ধরনের ডিভাইস ?
উত্তরঃ ইনপুট ডিভাইস ।
৯৩ কী-বোর্ডের সবচেয়ে লম্বা বাটন কোনটি ?
উত্তরঃ Space Bar.
৯৪ Microsoft Word এ কয়টি Menu থাকে ?
উত্তরঃ ৯ টি
৯৫ প্রত্যেকটি Search Engine এক একটি-
উত্তরঃ ব্রাউজার ।
৯৬ পেজ সেটআপ কী ?
উত্তরঃ পৃষ্টার পরিমাপ নির্ধারন করা ।
৯৭ হেডার কী ?
উত্তরঃ পৃষ্ঠার উপরের অংশ ।
৯৮ ফুটার কী ?
উত্তরঃ পৃষ্টার নিচের অংশ ।
৯৯ কম্পিউটার চালু করার পর কী-বোর্ডটি কোন ভাষায় থাকে ?
উত্তরঃ ইংরেজী
১০০ বাংলাদেশে কম্পিউটারে কম্পোজ করা প্রথম বাংলা পত্রিকার নাম
উত্তরঃ সাপ্তাহিক আনন্দ পত্র ।
১০১ কত তারিখে সাপ্তাহিক আনন্দ পত্রিকা প্রথম প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৬ মে ১৯৮৭ সালে ।
১০২ বর্তমান সময়ে বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কোনটি ?
উত্তরঃ M.S Word
১০৩ M.S Word কোন কোম্পানির তৈরি ?
উত্তরঃ মাইক্রোসফ্ট কর্পোরেশন।
১০৪ কত সাল থেকে ইন্টারনেটের কার্যক্রম শুরু হয় ?
উত্তরঃ ১৯৯০ সাল থেকে ।
১০৫ সাধারন চিঠিপত্র লেখার জন্য কোন প্রোগ্রাম ব্যবহৃত হয় ?
উত্তরঃ MS Word
১০৬ সহায়ক মেমোরি কোনটি ?
উত্তরঃ হার্ডডিস্ক ।
১০৭ কী -বোর্ডে অ্যারো কী- এর সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৪ টি
১০৮ মাইক্রোসফ্ট ওয়ার্ডে Save কমান্ড কোন মেনুতে থাকে ?
উত্তরঃ ফাইল মেনুতে।
১০৯ ফাইল সেভ করার জন্য কোন মেনু প্রয়োজন ?
উত্তরঃ ফাইল মেনু
১১০ বানান সংশোধন করার কাজকে কী বলা হয় ?
উত্তরঃ গ্রুফ দেখা
১১১ Find কমান্ড কোন মেনুতে থাকে ?
উত্তরঃ Edit মেনুতে
১১২ Page Break এর কী -বোর্ড কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + Enter
১১৩ কী -বোর্ড এ কন্ট্রোল কী এর সংখ্যা কতটি ?
উত্তরঃ ২ টি ।
১১৪ Excel এ একাধিক সেলকে একত্রিত করাকে কী বলে ?
উত্তরঃ Merge
১১৫ ই-মেইল পদ্ধতি হল-
উত্তরঃ ইলেকট্রনিক ডাক যোগাযোগ
১১৬ ১ GB = কত মেগাবাইট (MB)?
উত্তরঃ ১০২৪ মেগাবাইট
১১৭ USB এর পূর্নরূপ কী ?
উত্তরঃ Universal Serial Bus.
১১৮ প্রথম মাইক্রোপ্রসেসর ৪০০৪ কত সালে আবিষ্কৃত হয় ?
উত্তরঃ ১৯৭১ সালে ।
১১৯ হাতের তালুতে রেখে কোন কম্পিউটার দ্বারা কাজ করা যায় ?
উত্তরঃ পামটপ
১২০ ১ কিলোবাইট সমান কত বাইট ?
উত্তরঃ ১০২৪ বাইট ।
১২১ বাম দিকের অক্ষর মুছার জন্য কী বোর্ডের কোন কী চাপতে হয় ?
উত্তরঃ – Backspace
১২২ কম্পিউটারের পূর্বপুরুষ বলা হয় কাকে ?
উত্তরঃ আবাকাস নামক গণনাকারী যন্ত্রকে ।
১২৩ ‘ATM’ এর পূর্নরূপ কি ?
উত্তরঃ Automated Teller Machine
১২৪ Query এর কাজ কী ?
উত্তরঃ প্রয়োজনীয় ডাটা খুজে বের করা ।
১২৫ কম্পিউটারের স্থায়ী মেমোরি নয় কোনটি ?
উত্তরঃ RAM
১২৬ বাংলাদেশের তৈরি প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি ?
উত্তরঃ পিপীলিকা
১২৭ www.bteb.gov.bd এটি কিসের ওয়েব অ্যাড্রেস ?
উত্তরঃ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ।
১২৮ bteb দ্বারা কি বুঝানো হয় ?
উত্তরঃ Bangladesh Technical Education Board.
১২৯ HTML এর পূর্নরূপ কি ?
উত্তরঃ Hyper Text Markup Language.
১৩০ ‘Data’ (ডাটা) শব্দের অর্থ কি ?
উত্তরঃ তথ্য
১৩১ প্রথম মাইক্রো কম্পিউটারের নাম কি ?
উত্তরঃ এ্যাপেল
১৩২ BIOS- এর পূর্ণনাম কি ?
উত্তরঃ Basic Input Output System.
১৩৩ M.S word কোন ধরনের প্রোগ্রাম ?
উত্তরঃ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম ।
১৩৪ M.S Power Point কোন ধরনের প্রোগ্রাম ?
উত্তরঃ প্রেজেন্টেশন প্রোগ্রাম ।
১৩৫ Microsoft Acces কোন ধরনের প্রোগ্রাম ?
উত্তরঃ ডাটাবেজ প্রোগ্রাম।
১৩৬ Microsoft Excel কোন ধরনের প্রোগ্রাম ?
উত্তরঃ স্প্রেডশীট প্রোগ্রাম।
১৩৭ Printer কোন ধরনের ডিভাইস ?
উত্তরঃ আউটপুট
১৩৮ A4 সাইজের কাগজের পরিমান কত ?
উত্তরঃ প্রস্থ = ৮.২৭”, দৈর্ঘ্য = ১১.৬৯”
১৩৯ Legal সাইজের কাগজের পরিমান কত ?
উত্তরঃ প্রস্থ = ৮. ৫”, দৈর্ঘ্য = ১৪”
১৪০ Letter সাইজের কাগজের পরিমান কত ?
উত্তরঃ প্রস্থ = ৮.৫”, দৈর্ঘ্য = ১১”
১৪১ ভাইরাস Protect করার জন্য কী ব্যবহার করা হয় ?
উত্তরঃ অ্যান্টিভাইরাস
১৪২ Undo করার জন্য সংক্ষিপ্ত Command কোনটি ?
উত্তরঃ Ctrl + Z
১৪৩ লেখা ছোট করার কী-বোর্ড শর্টকাট Command কোনটি ?
উত্তরঃ Ctrl + [
১৪৪ লেখা বড় করার কী-বোর্ড শর্টকাট Command কোনটি ?
উত্তরঃ – Ctrl + ]
১৪৫ ডকুমেন্টের সব লেখা ব্লক করার নিয়ম কী ?
উত্তরঃ Ctrl + A
১৪৬ Print এর শর্টকার্ট কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + P
১৪৭ Cut করার কী বোর্ড কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + X
১৪৮ Word-এ কপি করার জন্য Short Key কোনটি ?
উত্তরঃ Ctrl + C
১৪৯ পেষ্ট করার কী-বোর্ড কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + V
১৫০ Redo এর কী বোর্ড কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + Y
১৫১ Close এর কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + W
১৫২ বিজয় চালু করার কীবোর্ড কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + Alt + B
১৫৩ Double Underline করার সংক্ষিপ্ত কমান্ড কি ?
উত্তরঃ Ctrl + Shift + D
১৫৪ Font ফন্ট) পরিবর্তনের শর্টকাট কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + D
১৫৫ MS Word প্রোগ্রামে New ডকুমেন্ট খুলার কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + N
১৫৬ ডকুমেন্ট সংরক্ষন করা হয় কোন কমান্ডের সাহায্যে ?
উত্তরঃ Save
১৫৭ পেনড্রাইভ কোন ধরনের ডিভাইস ?
উত্তরঃ ইনপুট-আউটপুট ডিভাইস ।
১৫৮ HTTP –এর পূর্নরূপ কি ?
উত্তরঃ Hyper Text Transfer Protocol.
১৫৯ ই-মেইল অর্থ হল-
উত্তরঃ ইলেকট্রনিক মেইল
১৬০ দুটি ব্রাউজারের নাম লিখ-
উত্তরঃ Mozila Firefox , Google Chrome
১৬১ একটি চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় পাঠাবার জন্য কী ব্যবহার করা হয় ?
উত্তরঃ Mail Merge
১৬২ Excel Program এ ফাইল Save করলে File Name এর শেষে কী যুক্ত হয় ?
উত্তরঃ .Xls
১৬৩ MS Word এ ফাইল সেভ করলে File Name এর শেষে কী যুক্ত হয় ?
উত্তরঃ .docx
১৬৪ Microsoft PowerPoint এর ফাইল extension কি ?
উত্তরঃ .PPTX / .PPT
১৬৫ Windows কোন ধরনের প্রোগ্রাম ?
উত্তরঃ Operating System.
১৬৬ মাউস কোন ধরনের ডিভাইস ?
উত্তরঃ ইনপুট ডিভাইস ।
১৬৭ স্প্রেডশীট প্যাকেজ দিয়ে কী কাজ করা হয় ?
উত্তরঃ Accounting এর কাজ করা হয় ।
১৬৮ E-Commerce কী ?
উত্তরঃ ইলেক্ট্রনিক কমার্স-কে ই কমার্স বলা হয় ।
১৬৯ MS Word- এ সর্বনিম্ন কত % পর্যন্ত Zoom করা যায় ?
উত্তরঃ ১০%
১৭০ Excel -এ Default ভাবে কতটি Sheet থাকে ?
উত্তরঃ ৩ টি , (শীট ১, শীট ২, শীট ৩)
১৭১ MS Excel-2003 এ কতটি Cell থাকে ?
উত্তরঃ ১৬৭৭৭২১৬
১৭২ MS Excel-2007 এ কতটি Cell থাকে ?
উত্তরঃ ১৭১৭৯৮৬৯১৮৪ টি ।
১৭৩ ২ GB = কত কিলোবাইট ?
উত্তরঃ 221
১৭৪ ৩য় প্রজম্নের কম্পিউটারের বৈশিষ্ট্য কি ?
উত্তরঃ IC ব্যবহৃত হয়।
১৭৫ ফুটার কি ?
উত্তরঃ প্রতিটি পৃষ্টার নিচের মার্জিনের অংশ ।
১৭৬ ডকুমেন্টের পেজের উপরের অংশকে কি বলা হয় ?
উত্তরঃ হেডার।
১৭৭ ই-মেইল এর নতুন অ্যাকাউন্ট খোলার জন্য কোনটি ব্যবহৃত হয়-
উত্তরঃ Sign Up
১৭৮ কুয়েরি বলতে কি বুঝায় ?
উত্তরঃ ডাটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য খুজে বের করা ।
১৭৯ কী-বোর্ডকে কয়টি শ্রেনীতে ভাগ করা হয় ?
উত্তরঃ ৫ টি ।
১৮০ কী-বোর্ডে মোট কতটি Arrow Key থাকে ?
উত্তরঃ ৪টি
১৮১ এক্সেলে Logical ফাংশন কোনটি ?
উত্তরঃ =IF
১৮২ লগারিদম সারণি কে তৈরি করেন ?
উত্তরঃ জন নেপিয়ার ।
১৮৩ সবচেয়ে সরল সংখ্যা পদ্ধতি কি ?
উত্তরঃ বাইনারি ।
১৮৪ Legal Size কাগজের পরিমান কত ?
উত্তরঃ দৈর্ঘ্য ১৪”, প্রস্থ ৮ ১/২ “
১৮৫ F5 হতে F25 সেলের ডাটা যোগ করার ফাংশন-
উত্তরঃ =Sum(F5:F25)
১৮৬ Google কি ?
উত্তরঃ একটি সার্চ ইঞ্জিন
১৮৭ DVD এর Capacity কত ?
উত্তরঃ ৭৫০ গই থেকে ৪এই পর্যন্ত বিভিন্ন মানের হয়ে থাকে।
১৮৮ Attach file বলতে কি বুঝায় ।
উত্তরঃ সংযুক্ত
১৮৯ ফার্মওয়্যার কি ?
উত্তরঃ ROM
১৯০ কী-বোর্ডে কতগুলো Key থাকে ?
উত্তরঃ ১০৪ টি বা কখনও কখনও এর চেয়েও বেশি ।
১৯১ এক নিবল সমান কত বিট ?
উত্তরঃ ৪ বিট
১৯২ অ্যাসকি (অঝঈওও) কয় বিটের হয় ?
উত্তরঃ ৭ বিট ।
১৯৩ ওয়ার্কশীটের Row কি দ্বারা নির্দেশ করা হয় ?
উত্তরঃ নম্বর দিয়ে
১৯৪ ছবি, টেক্সট, গ্রাফ ইত্যাদির ক্ষেত্রে কোন object টি ব্যবহৃত হয়
উত্তরঃ OLE
১৯৫ D11 হতে D20 সেলের যোগ করার ফাংশন-
উত্তরঃ =Sum (D11:D20 )
১৯৬ Line Spacing দেড়গুন করার কমান্ড কি ?
উত্তরঃ Ctrl + 1.5
১৯৭ Excel -এ একাধিক Cell একত্রিত করাকে কি বলে ?
উত্তরঃ Merge
১৯৮ File close– এর কী-বোর্ড কমান্ড কোনটি ?
উত্তরঃ Ctrl + F4
১৯৯ Mozila Firefox হলো এক ধরনের-
উত্তরঃ ব্রাউজার
২০০ Spelling and Grammar – এর জন্য কোন ফাংশন কী চাপতে হয়
উত্তরঃ F7

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
error: Content is protected !!