ফ্রি বেসিক ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস) প্রশিক্ষণ

87618875_133605468161801_6702567104182222848_n.jpg

সম্পূর্ণ বিনামুল্যে ও নিজস্ব অর্থায়নে কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও CMT.ltd এর যৌথ ব্যবস্থাপনায় ১৫ দিন মেয়াদী বেসিক ওয়েব ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস) প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই কোর্সটি একেবারে নতুনদের জন্য উপযোগী। টোটাল ১০০০ জন পাবেন এই কোর্সটি করার সুযোগ। প্রতি ব্যাচে ১০ জন করে।
রেজিস্ট্রেশন ফরম https://forms.gle/fweTW1tfMtcZDjUc9

এই কোর্সটি করার পরে আপনি যা যা জানবেনঃ
১। বেসিক ওয়েবসাইট ডেভেলপমেন্ট (ওয়ার্ডপ্রেস)।
২। ডিজিটাল সিভি তৈরির সম্পূর্ণ ধারণা অথবা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি।
৩। ডোমেইন-হোস্টিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা।
৪। ফ্রি এবং প্রিমিয়াম ডোমেইন-হোস্টিং সম্পর্কে ধারণা, এবং কিভাবে নিজের নামে একটি ডোমেইন কেনা যায় অথবা ফ্রি তে নেওয়া যায়।
৫। কোর্স সম্পন্ন হলে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে সার্টিফিকেট প্রদান করা হবে।

কোর্সটি করতে যা যা লাগবেঃ
অনলাইন রেজিস্ট্রেশন ফরম পূরণ করতে হবে।
লিঙ্কঃ https://forms.gle/fweTW1tfMtcZDjUc9
১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
ন্যাশনাল আইডি / স্টুডেন্ট আইডি এর ফটোকপি।
নিজের একটি পার্সোনাল ল্যাপটপ।
কোর্স ফিঃ ফ্রি। (অফার চলাকালীন সময়ের জন্য)
রেজিস্ট্রেশন ফিঃ ৩০০ টাকা মাত্র।

আপনার সিটটি কনফার্ম করতে সরাসরি অফিসে এসে যোগাযগ করুন।
যেকোন প্রয়োজনেঃ ০১৭৩০-৫৭৮৯১১ অথবা ০১৫১১২২৩৩৩৫
আপনার পরিচিত কেউ থাকলে যার এই কোর্সটি প্রয়োজন, তাকে ট্যাগ করতে বা রেফার করতে ভুলবেন না।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
হাজী মার্কেট, টি এন্ড টি বাজার, টঙ্গী, গাজীপুর।
গুগল ম্যাপঃ http://tctil.com
মোবাইলঃ ০১৭৩০-৫৭৮৯১১
ইমেইলঃ info@tctil.com
ওয়েব সাইটঃ www.tctil.com
অথবা
সিএমটি ইন্টারন্যাশনাল লিমিটেড।
৯৭/১, (২য় তালা) শুক্রাবাদ, ঢাকা ১২০৭।
গুগল ম্যাপঃ https://g.page/cmt-international-ltd
মোবাইলঃ 01511223335
ইমেইলঃ info@cmt.ltd
ওয়েব সাইটঃ www.cmt.ltd

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top
error: Content is protected !!